মালদা

বুদ্ধ পূর্ণিমায় প্রতিষ্ঠা দিবস ও সারদাতীর্থমের বর্ষ পূর্তি উৎসর পালন বামনগোলায়

বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বামনগোলা ব্লকের অন্তর্গত গাংগুড়িয়া আশ্রমের ২০ তম প্রতিষ্ঠান দিবস ও গাংগুরিয়া শ্রী শ্রী সারদাতীর্থম বর্ষ পূর্তি উৎসব পালন করলেন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দরা। এই উপলক্ষ্যে এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কলকাতা থেকে আগত বহু সঙ্গীত শিল্পী ও স্থানীয় ছাত্র ছাত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গে, কেরালা, গুজরাত, আলমড়া, হরিদ্বার থেকে প্রায় ৫০ জন সন্যাসী আসেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এদিন সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধে দিয়ে দিনটি পালন কারা হয়। আশ্রমের এক মহারাজ স্বামী আত্মপ্রমানন্দ জানান, আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৯৮ সালের বুদ্ধ পূর্ণিমার দিন। তাই বুদ্ধ কেও স্মরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের প্রধান সন্যাসী স্বামী গিরিতসানন্দ মহারাজ, সবাই একত্রিত হয়ে এই দিনটি পালন করেন।